এই মুহূর্তে জেলা

থানার লকআপের তালা ভেঙে পগারপার খুনের অভিযুক্ত দুই যুবক।

হাওড়া, ২১ আগস্ট:- নিরাপত্তার নজরদারি এড়িয়ে থানার লকআপের তালা ভেঙে পগারপার বন্ধুকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই যুবক। এই ঘটনায় হাওড়ার শালিমার জিআরপি’তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে সব থানাকে। রবিবার ভোরে থানার লকআপের তালা ভেঙে পালায় বন্ধুকে খুনের অভিযোগে ধৃত ওই দুই অভিযুক্ত। এদিন ভোরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার শালিমার জিআরপিতে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ আগস্ট উলুবেড়িয়া বাজারপাড়ার বাসিন্দা ১৭ বছরের কিশোর শিবম হাঁড়িকে চলন্ত ট্র্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে তারই দুই বন্ধু রাজু হাঁড়ি ও শামিরুল মোল্লাকে গ্রেফতার করেছিল শালিমার জিআরপি। খুনের অভিযোগে ধৃত ওই দুই যুবককে হাওড়া আদালতে তোলা হলে আদালত চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ পাওয়ার পর দুই অভিযুক্তকে শালিমার জিআরপি থানার লকআপে রেখে জিজ্ঞসাবাদ চলছিল। কিন্তু রবিবার ভোরে দেখা যায় লকআপের দরজার তালা ভেঙে দু’জনেই পালিয়ে গিয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রেল পুলিশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী করে দু’জন আসামী পুলিশ প্রহরা থাকা সত্বেও থানার লকআপ ভেঙে পালালো তা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃত কিশোরের বাবা কৃষ্ণ হাঁড়ি পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে শালিমার থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার দাবি তুলেছেন। পলাতকদের খোঁজে রেল পুলিশ তল্লাশি শুরু করেছে। সর্তক করা হয়েছে হাওড়ার সব ক’টি থানাকেই।