এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই রাজ্যের কোভিদের বুস্টার ডোজ শেষ করার লক্ষমাত্রা স্বাস্থ্য-দপ্তরের।

কলকাতা, ২০ আগস্ট:- পুজোর আগেই রাজ্যের সমস্ত যোগ্য প্রাপককে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে।নবান্নে আজ রাজ্যের সাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরহিত্য এ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব সহ দফতরের অন্যান্য আধিকারিক,সব জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত রাজ্যে ছয় কোটির বেশি মানুষ প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন যার মধ্যে ১কোটি২১লক্ষ্য৬৫ হাজার মতো মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বাকি ৫কোটির বেশি মানুষের এখনও পর্যন্ত এই বুস্টার ডোজ বকেয়া রয়েছে। তাঁরা যাতে পুজোর আগেই বুস্টার ডোজ পান তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা কর্মীদের এই কাজে নিযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের দেওয়া টাকা সেপ্টেম্বর মাসের মধ্যে নির্দিষ্ট খাতে খরচ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আশা কর্মীদের নিয়োগের প্রক্রিয়া পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ করতে হবে।