এই মুহূর্তে কলকাতা

কলেজে অধ্যাপক নিয়োগের পরীক্ষা সেটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন।

কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্যের কলেজগুলির অধ্যাপক নিয়োগের যোগ্যতামান পরীক্ষা সেটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন। আজ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। আগামী বছরের ৮ জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। অনগ্রসর শ্রেণি, ট্রাইজেন্ডার, ট্রান্সজেন্ডার, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে এই নম্বর থাকতে হবে ৫০ শতাংশ। জানানো হয়েছে, মাস্টার্স বা সমমানের পরীক্ষায় চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী হলেও আবেদন করা যাবে। তবে রেজাল্ট বেরোলে বিজ্ঞপ্তি অনুযায়ী নম্বর না থাকলে পাশ করলেও তা বাতিল বলে গণ্য হবে। যাঁদের পিএচডি রয়েছে অথচ মাস্টার্স বা সমমানের পরীক্ষা ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে, তাঁদের ক্ষেত্রে থাকতে হবে ৫০ শতাংশ। উল্লেখ্য, সেট পরীক্ষা দিতে হবে প্রার্থীর স্নাতকোত্তরের নির্ধারিত বিষয়েই।

সংরক্ষিত আসন- এসসি ২২ শতাংশ, এসটি ৬ শতাংশ, ওবিসি- এ (এনসিএল) ১০ শতাংশ, ওবিসি- বি (এনসিএল) ৭ শতাংশ, ইডব্লুএস ১০ শতাংশ, পিডব্লুডি ৫ ও ৮ শতাংশ। আবেদন ফি- সাধারণ প্রার্থীদের জন্য ১২০০ টাকা, ওবিসি প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং বাকি প্রার্থীদের জনয় ৩০০ টাকা। মোট পরীক্ষা হবে ৩০০ নম্বরের। পরীক্ষা হবে মাল্টিচয়েস পদ্ধতিতে। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। সাইট- https://www.wbcsconline.in/।মোট দুটি পত্রে পরীক্ষা হবে। একটি পত্রে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই প্রথম পত্রের পরীক্ষা হবে। এ ছাড়া দ্বিতীয় পত্র শুরু হবে বেলা ১২টা থেকে। সেই পত্রের পূর্ণমান থাকবে ২০০। মোট সময় পাওয়া যাবে দু-ঘণ্টা। অর্থাৎ ১২টা থেকে দুটো পর্যন্ত। দুটি পরীক্ষার পত্রেই থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে ২ করে।