হুগলি, ১৫ আগস্ট:- অনুব্রত মন্ডলের পাশে যেই থাক, জেলের ঘানি তাকেও টানতে হবে। যে পাশে থাকবে তাকেও জেলে ঢুকে যেতে যাবে। বরাবরই অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দিয়ে এসেছে। যেন বেশি অক্সিজেন দিতে গিয়ে না নিজের অক্সিজেন ফুরিয়ে যায়। পঞ্চায়েত ভোটে যদি পুলিশকে তৃনমুল ব্যবহার না করে তবে তৃনমূল লড়াইয়ের ময়দানে থাকবে না।
অনুব্রত মন্ডল যদি মুখ খোলে তা হলে দিদিমনির অনেক কিছু ফাঁস হয়ে যাবে। সেই ভয়ে দিদিমনি অনুব্রত মন্ডলের পাশে দাঁড়িয়েছে। হুগলীর বৈদ্যবাটীতে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এসে বললেন বিজেপির রাজ্য সভাপতি শুকান্ত মজুমদার। এই মহামিছিল বৈদ্যবাটি চৌমাথা থেকে চাঁপদানি পালতাঘাট পর্যন্ত যায়।