সুদীপ দাস, ৪ আগস্ট:- আগ্নেয়াস্ত্র বিক্রী করতে এসে হাতেনাতে ধরা পরল চার দুঃষ্কৃতি। ঘটনায় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও নগদ সাড়ে ছ’হাজার টাকা। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে। এদিন মল্লিক কাশেম হাটের বাসিন্দা সত্যজিৎ বৈরাগী ওরফে ছোট্টুর বাড়িতে আগ্নেয়াস্ত্র বিক্রী করতে আসে চুঁচুড়ারই দুই ব্যাক্তি চিত্ত সাউ ও ইমাম হোসেন ওরফে টুকুন। গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ছোট্টুর বাড়িতে হানা দেয়।
ঘটনাস্থলে থেকে হাতেনাতে ধরা পরে ছোট্টু, চিত্ত ও টুকুন এবং সম্রাট বল ওরফে বাবু। ছোট্টু শাগরেদ সম্রাট সেসময় ছোট্টুর বাড়িতেই ছিল। ধৃতদের কাছ থেকে একটা সেভেন এমএম পিস্তল, একটা পাইপ গান, আট রাউন্ড কার্তুজ ও নগদ সাড়ে ছয় হাজার টাকা উদ্ধার হয়। ধৃত চারজনকেই বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য বিচারক চারজনকেই চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা করে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।