এই মুহূর্তে জেলা

এবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে আয়কর দফতর।


হাওড়া, ৩ আগস্ট:- হাওড়া স্টেশনে আরপিএফের হাতে আটক এক যাত্রী। উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ নগদ টাকা। বুধবার দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি (৫২)। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। তাঁর ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা প্রায় ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেন।

এই টাকা ওই যাত্রী কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে আসছিলেন সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি ওই টাকার স্বপক্ষে প্রমাণস্বরূপ কোনও নথিও দেখাতে পারেননি। এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। খবর দেওয়া হয় কলকাতার আয়কর দপ্তরে। সেখান থেকে আধিকারিকরা ছুটে আসেন। তারাও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সমস্ত টাকা আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেয়। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই টাকা হাওলার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে আয়কর দপ্তর।