কলকাতা, ১ আগস্ট:- স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের মাধ্যমে ২০২১-’২২ অর্থবর্ষে ৮ লক্ষের বেশি পড়ুয়া বৃত্তি পেয়েছে। চলতি আর্থিক বছরে এই খাতে প্রায় ১০০০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে রাজ্যের অর্থ দফতর জানিয়েছে।এর মধ্যে নতুন আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষেরও বেশি। দুঃস্থ অথচ মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনও বাধা না আসে, তার জন্যই নানা প্রতিকূলতার মধ্যেও টাকা নিয়মিত দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা থেকে সব থেকে বেশি নতুন আবেদনকারীরা এই টাকা পেয়েছেন। আবেদনকারীদের সংখ্যার নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এদিকে স্কলারশিপ পুনর্নবীকরণ করিয়ে টাকা পাওয়ার নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে স্কলারশিপ পুনর্নবীকরণ করিয়েছে ১৬ হাজার পড়ুয়া। তার পরেই আছে উত্তর ২৪ পরগনা, সেখানে এই সংখ্যা ১৪ হাজার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে অর্থ যাতে কোনও পড়ুয়ার শিক্ষায় অন্তরায় হয়ে না দাঁড়ায়, তার জন্য স্কলারশিপের টাকা যেন প্রতি মাসে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। সেই নির্দেশ মতোই স্কলারশিপের টাকা পাঠিয়ে দেওয়া হয় পড়ুয়াদের অ্যাকাউন্টে। কেননা বাংলার মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বার্থেই এই স্কলারশিপ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক থেকে পিএইচডি স্তর পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। এর জন্য পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ বা তার কম হতে হবে। এতদিন এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শেষ পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু এবারে তা কমিয়ে ৬০ শতাংশ করা হয়। তাতেই আবেদনের সংখ্যা এক ধাক্কায় এবারে অনেকটা বেড়ে যায়। গত বছর নভেম্বর থেকে এই স্কলারশিপ পোর্টাল চালু করা হয়েছিল। সেখানেই বেশি আবেদন জমা পড়ে। তার জেরে চলতি আর্থিক বছরের বাজেটে এই স্কলারশিপের জন্য রাজ্য সরকার বাড়তি টাকাও বরাদ্দ করে।