এই মুহূর্তে জেলা

রং না দেখে সব রাজনৈতিক দলের নেতাদের থেকে কালো টাকা বের করুক ই-ডি – কল্যাণ বন্দোপাধ্যায়।


হুগলি, ৩১ জুলাই:- সিবিআই এর ক্ষমতা অপব্যবহার হয়েছে এবার ইডির ক্ষমতা অপব্যবহার হচ্ছে-দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আজ হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানে ৫ ও ৬ এর পল্লীগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পূজোর খুঁটিপূজো অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন পাশাপাশি তিনি বলেন যদিও ইডি অনেক ক্ষেত্রে ভালো কাজ করেছে একই সাথে তিনি বলেন ইডি কালো টাকার উৎস খুঁজে বের করুন সেক্ষেত্রে সব দলের হোক, একটা ক্যাটেগরির জন্য যেন না হয় কারণ বিজেপির লোকেরা তো ধোয়া তুলসী পাতা নয়, তাদের ক্ষেত্রে কেন হচ্ছে না।

তিনি প্রশ্ন তোলেন ২০২১ শে এত টাকা হোটেল গুলোতে ট্রানজেকশন হয়ে গেল তখন ইডি কি করছিল, তখন কেন ইডি করেনি তেমনিই গতকাল কংগ্রেস বিধায়কদের থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন ইডি কি করছি,কেন তাদের কাছে খবর ছিল না। যদি ইডি আইনত কাজ করে, তাহলে অনেক অনৈতিক কাজ ধরা পড়বে। এদিনের খুঁটিপুজো উপলক্ষে সংসদ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সহ বিভিন্ন পুরসভার পুরপ্রধান ও অন্যান্য নেতৃত্বরা।