এই মুহূর্তে জেলা

পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে গাড়ির মালিক উঠে পড়লেন সটান বটগাছের মগডালে।

হাওড়া, ২৯ জুলাই:- পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে গাড়ির মালিক ছুটে পালিয়ে সোজা উঠে পড়েছিলেন সটান বটগাছের মগডালে। কিন্তু তাতেও হলো না শেষরক্ষা। গাছ থেকে নামতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার ব্যাঁটরায়। জানা গেছে, পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির মালিক উঠে পড়েন বটগাছে। সেখান থেকেই আত্মহত্যার হুমকি দিতে থাকেন। যুবককে উদ্ধারে ছুটে আসে দমকল ও পুলিশ। কিন্তু এরই মাঝে হঠাৎই গাছের ডাল ভেঙে ওই যুবক পড়ে যান নিচে। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।

আইন না মেনে গাড়ি চালানোর অপরাধে পুলিশ জরিমানা করেছিল তার। আর তারপরেই যুবকের ওই কীর্তি। হাওড়ার ব্যাটরা থানার সানপুর এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরও জানা গেছে, ওই যুবকের গাড়ি ভাড়ায় খাটতো। অভিযোগ, এদিন পুলিশ ওই গাড়িটি ধরে ফাইন করতে যায়। পুলিশের ফাইনের হাত থেকে বাঁচতে ওই যুবক বটগাছের মগডালে উঠে পড়ে। এরপরে পুলিশ এবং দমকল কর্মীরা এসে অনেক অনুরোধ করে তাকে নিচে নেমে আসার অনুরোধ করে। পরে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হয়। কিন্তু নামতে গিয়েই ঘটে বিপত্তি। পা ফসকে ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে জখম হন তিনি।