এই মুহূর্তে জেলা

বিষ মদ-কান্ডে শুভেন্দুর সভার অনুমতি না মেলায় বিজেপি-তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে।

হাওড়া, ২২ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার বিষ মদ-কান্ডে শুভেন্দুর সভার অনুমতি না মেলায় বিজেপি-তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই নিয়ে শুক্রবার দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে। পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূলের পাল্টা দাবি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পাশেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথা থাকলেও সেই সভার অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ প্রশাসন। এই নিয়েই বিজেপি-তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

তৃণমূলের তরফে মন্ত্রী অরূপ রায়ের দাবি, ওখানে আগে থেকেই মহিলাদের একটি ঘোষিত কর্মসূচি ছিল। তাই পুলিশ গোলমাল এড়াতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। অন্যদিকে, বিজেপির তরফ থেকে দলের রাজ্য নেতা উমেশ রাই পাল্টা দাবি করেছেন, পুলিশ প্রশাসন চক্রান্ত করে বিরোধী দলনেতার সভা বন্ধ করেছে। তারা দলের সদর কার্য্যালয়ের সামনে থেকে মিছিল করে পুলিশ কমিশনারের অফিসে গিয়ে ডেপুটেশন দেবেন।