এই মুহূর্তে জেলা

ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতের ১১ দিনের পুলিশ হেফাজত, এদিন ঘটনাস্থলে বিজেপির রাজ্য সভাপতি।

হওড়া, ২১ জুলাই:- হাওড়ায় ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। অন্যদিকে, এদিনই গজানন্দ বস্তির ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি। বিষ মদ-কান্ডে মৃত্যুর ঘটনায় চোলাই মদের ঠেকের মালিক প্রতাপ কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই তাকে প্রথমে আটক করেছিল পুলিশ। পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিকে, স্থানীয় সূত্রে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও এক্ষেত্রে সরকারিভাবে কিছু জানা যায়নি।বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় এসে মালিপাঁচঘড়ার গজানন্দ বস্তি পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে মৃত স্বপন দাসের স্ত্রী দীপালি দাসের বাড়ি যান। সেখানে দীপালি দাসের সঙ্গে কথা বলেন। মৃত কমলেশ্বর রায়ের স্ত্রী মঞ্জুদেবীর সঙ্গেও কথা বলেন সুকান্তবাবু। বুধবারের মতো এদিনও এলাকায় ছিল বিশাল পুলিশ বাহিনী। এলাকায় পৌঁছোনোর পর এলাকার বস্তিবাসীরা তাঁকে বিভিন্ন অভিযোগ জানান।