কলকাতা, ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার মাস্ক ব্যবহার ও অন্যান্য করোনা বিধিননিষেধ মেনে চলার ওপরে জোর দিয়েছে। পাশাপাশি বুস্টার ডোজ সহ সার্বিক করোনা টিকাকরণে জোর দিতে বলা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সব জেলা জেলা শাসক, পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব ভগবতি প্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং সহ অন্য স্বাস্থ্য কর্তারা। প্রশাসনিক সূত্রে খবর জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ লাইন, হাসপাতাল, বাজার এইসব এলাকায় বিশেষ ক্যাম্প করে বুস্টার ডোজ দেওয়াক ব্যবস্থা করতে হবে। বিনামূল্যে যাতে প্রত্যেকে যাতে বুস্টার পেতে পারেন তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। বয়স্ক ও কো–মর্বিডিটি বিশিষ্ট ব্যক্তিরা যাতে প্রত্যেকেই বুস্টার ডোজ পান সেই বিষয়ে নজর দিতে বলা হয়েছে। টিকা ও বুস্টার ডোজ এবং মাস্ক পরার উপ কারীতা সম্পর্কে এলাকায় এলাকায় মাইকিং করতে বলা হয়েছে।
এখনই ভর্তির সংখ্যা না বাড়লেও ভবিষ্যতের দিকে তাকিয়ে হাসপাতাল গুলিকে পরিকাঠামো প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রের আরও খবর, শুধু করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি তা নিয়ে নয়, পাশাপাশি যেভাবে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যসচিব। উল্লেখ্য, গতকালের তুলনায় শনিবার বেড়েছে মৃতের সংখ্যা। বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এদিনের বৈঠক জেলা শাসকদের, পুলিশ সুপার, কমিশনারদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যসচিব মাস্ক পরার ওপর জোর দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি কোভিড প্রোটোকলের ওপর নজর দেওয়ার বিষয়টিও জানিয়েছেন তিনি। এদিনের বৈঠকে পুলিশ সুপারদের উদ্দেশে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এলাকার বাজারগুলিতে হঠাৎ হঠাৎ হানা দিতে হবে। দেখতে হবে বাজারের পরিস্থিতি। সেখানে দোকানি থেকে সাধারণ ক্রেতারা করোনা বিধি মানছেন কিনা সেইদিকে নজরদারি চালাতে হবে। বাজারে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র আছে কিনা, হাত ধোয়ার ব্যবস্থা না স্যানিটাইজেশন করা হচ্ছে কিনা সেইদিকেও নজর রাখতে হবে।