কলকাতা, ৯ জুলাই:- দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হতে চলেছে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। সোমবার ইস্ট ওয়েস্ট মেট্রো ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী, শিশু কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ১৪ তারিখ থেকে মেট্রো চলাচল শুরু হবে। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ না জানানোয় বিতর্ক দানা বেঁধেছে। মমতার রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো প্রকল্প হাতে নেওয়া হয়। ফলে তাঁকেই বাদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেন, ‘সোমবার ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হবে। হাওড়া ময়দানের অনুষ্ঠান থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।’ মেট্রো সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ, বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার উদ্বোধন হলেও যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হবে ১৪ তারিখ থেকে। দীর্ঘদিন ধরে ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত অংশ তৈরি হয়ে পড়ে আছে।
কমিশনার অফ রেলওয়ে সেফটি (সি আর এস) ২৩ মার্চ শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচলের ছাড়পত্র দিয়েছিল। তবে তাদের দেওয়া ছাড়পত্রের মেয়াদ তিন মাস পেরিয়ে যায়। সম্প্রতি ফের সিআরএসের কাছে ছাড়পত্রের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল মেট্রো কর্তৃপক্ষ। তা মঞ্জুর করে সিআরএস। মেট্রো কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে দিয়ে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সম্প্রসারণের উদ্বোধন করানোর চেষ্টা করেছিল। সম্প্রতি মোদী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এলেও ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেননি রেলমন্ত্রী। কমিশনার অফ রেলওয়ে সেফটি প্রযুক্তিগত ও যাত্রী স্বাচ্ছন্দ সংক্রান্ত যেসব সুপারিশ করেছিল সেই কাজ সম্পূর্ণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত একটি সুড়ঙ্গ দিয়েই আপ ও ডাউন ট্রেন চলবে। শিয়ালদহ স্টেশনের সঙ্গেই মেট্রো স্টেশন সংযুক্ত রয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম মাটির ১৫ মিটার গভীরে।
এই মেট্রো স্টেশনে থাকছে ৩০টি টিকিট কাউন্টার। প্লাটফর্মে নামার জন্য থাকছে ১৩টি চলমান সিঁড়ি। সাধারণ সিঁড়ি থাকছে ৮টি। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে ডবল ডিসচার্জ প্লাটফর্ম করা হয়েছে। মাঝে একটি আইল্যান্ড প্ল্যাটফর্ম ও দুদিকে আরও দুটি প্ল্যাটফর্ম রয়েছে। ফলে ট্রেনের দু’দিক দিয়েই যাত্রীরা ওঠানামা করতে পারবেন। ইচ্ছাকৃতভাবে ও পরিকল্পনা মাফিক মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হতে চলেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। প্রকল্পের জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে রাজ্য। প্রয়োজনীয় জমির দাম ছিল ৬০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী সেই টাকাও ছাড় দিয়েছেন। তারপরেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মেট্রোর উদ্বোধন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য লালায়িত নন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষ সেটা জানে। তারা সবটা দেখছে। কেন্দ্র শুধুমাত্র রাজনীতি করে। মানুষের পাশে থাকতে জানে না। সহযোগিতা করতে জানে না।’