এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় এবার ডিরেক্টর অফ সিকিউরিটি পদে রদবদল।

কলকাতা, ৬ জুলাই:- মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনার পর তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি পদে রদবদল করা হল। বিবেক সহায়কে সরিয়ে কারা বিভাগের অতিরিক্ত মহা নির্দেশক পীযূষ পান্ডে কে ওই পদে আনা হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে অতিরিক্ত ডিরেক্টর অফ সিকিউরিটি পদে নিয়ে আসা হয়েছে। বিবেক সহায়কে ডিজি প্রভিশনিং পদে পাঠানো হয়েছে। এর পাশাপশি রাজ্য পুলিশের শীর্ষ স্তরে আরও বেশ কিছু রদবদল করা হয়েছে। নীরজ কুমার সিংকে রাজ্যের এডিজি প্রশাসন পদ থেকে বদলি করে হোম গার্ড এর এডিজি করা হয়েছে। পাশাপাশি আর.রাজাশেখরনের দায়িত্ব বাড়ানো হয়েছে। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন অজয় কুমার ঠাকুর।

একদা প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ তথা এসপিজি-তে ডেপুটেশনে ছিলেন পীযূষ পাণ্ডে। মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী তখন সেই দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে লাতিন আমেরিকা, ইউরোপ সহ বহুবার বহু দেশে সফরে গিয়েছেন তিনি। সেখানে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তার বন্দোবস্তও দেখভাল করতেন তিনি। অর্থাৎ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কী ধরনের বন্দোবস্ত থাকা দরকার সে ব্যাপারে পীযূষ পাণ্ডের সম্যক ধারণা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সে কারণেই তাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো বলে প্রশাসনিক মহলের অভিমত।