এই মুহূর্তে কলকাতা

মুড়ি,চিঁড়ের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে জি,এস,টি বসানোয় কেন্দ্রের তীব্র নিন্দা চন্দ্রিমার।

কলকাতা, ৬ জুলাই:- বাংলা সহ বিরোধী রাজ্যের অর্থমন্ত্রীদের আপত্তি অগ্রাহ্য করেই মুড়ি, চিঁড়ের মত সাধারণের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ওপর একতরফা ভাবে জিএসটি বসিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের এই আচরণের তীব্র নিন্দা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার নবান্নে গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে জি এস টির হার নিয়েও সরব হন অর্থমন্ত্রী। তিনি বলেন, গত বছর নভেম্বর মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে এইসব পণ্যের ওপরে কর বসানোর তীব্র বিরোধিতা করেছিলেন তিনি এবং অন্যান্য অনেক রাজ্যের অর্থমন্ত্রী। কিন্তু কেন্দ্র তাতে কর্নপাত করেনি। অর্থমন্ত্রী বলেন রাজ্যকে নিজের প্রাপ্য থেকে বঞ্চিত করে এ ধরনের একের পর এক জনস্বার্থ বিরোধী কাজ করে চলেছে মোদি সরকার।

কল্যাণকামী রাষ্ট্রের কাজ কি হওয়া উচিত তা এই সরকার ভুলে গিয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আবারও একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থাগুলি। কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস। অর্থমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বলেন বিজেপি সরকার মধ্যবিত্তের রান্নাঘরে আগুন লাগানোর প্রক্রিয়া নিরন্তর চালিয়ে যাচ্ছে। সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষকে সুরাহা দেয়ার বদলে তাদের উপর নিত্যনতুন বোঝা চাপানো হচ্ছে। এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি থাকবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।