এই মুহূর্তে জেলা

জামাইষষ্ঠীতে আর ফেরা হলোনা বাড়িতে , পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের আশঙ্কা পরিবারের।


হাওড়া, ৩১ মে:- ডায়মন্ডহারবার থানার এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছেন পুলিশ অফিসারের পরিবার। হাওড়ার শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে আদি বাড়ি নিহত পুলিশ অফিসারের। তার স্ত্রী শুক্লাদেবী জানান, আজ সকালে তাঁরা জানতে পারেন দুর্ঘটনার কথা। তবে তাঁদের সন্দেহ এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে। কেননা তার স্বামীর ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে যা কোনভাবেই দুর্ঘটনায় হতে পারে না। একই সঙ্গে যে পেট্রোল পাম্পের ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি না থাকার পিছনে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে লোকজন রওনা দিয়েছে ডায়মন্ডহারবারের উদ্দেশ্যে। চলতি সপ্তাহে জামাইষষ্ঠী উপলক্ষ্যে বাড়ি আসার কথা ছিল নিহত পুলিশ আধিকারিকের।

তবে মঙ্গলবার সকালবেলায় তাঁর মৃত্যু সংবাদ বাড়িতে আসায় শোকাহত গোটা পরিবার। উল্লেখ্য, পুলিশ অফিসারের মৃত্যুর কারণ ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। সূত্রের খবর, সোমবার রাতে ডায়মন্ডহারবারের সরিষাহাটে ডিউটি ছিল ওই পুলিশ অফিসারের। ডিউটি সেরে পুলিশ কোয়ার্টারে ফিরছিলেন সমীরবাবু। কিন্তু, মঙ্গলবার সাতসকালে ডায়মন্ডহারবার থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাটা পাম্পের কাছে রক্তাক্ত অবস্থায় ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই খবর দেন ডায়মন্ডহারবার থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ।