এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।


হাওড়া, ২৯ মে:- মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অস্ত্রশস্ত্র বোমা বারুদ যদি উদ্ধার হয়েই থাকে তাহলে এখনও কেনো এত খুনোখুনি হচ্ছে? আসলে সবটাই তামাশা ছাড়া কিছু নয়। মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। রবিবার সন্ধ্যায় হাওড়ায় এক দলীয় সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের ওই মন্তব্য করেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ডিজি’কে বলেছিলেন যত অস্ত্রশস্ত্র আছে বোমা বারুদ আছে সব উদ্ধার করতে হবে। কিন্তু এখন নবান্নে গিয়ে আপনারা জিজ্ঞাসা করুন এখনও পর্যন্ত কত অস্ত্র উদ্ধার হয়েছে? যদি অস্ত্র উদ্ধার হয়েই থাকে তাহলে এখনও কেনো এত খুনোখুনি হচ্ছে? আসলে সবটাই তামাশা। প্রতিদিনই এই ধরনের তামাশা হচ্ছে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী তামাশা করছেন। বিরোধী দলের নেতা বলুন বা সরকারি দলের নেতা সকলেই তামাশা করছেন। পুলিশকেও বলতে হবে তারা কত অস্ত্র উদ্ধার করেছে। এই অস্ত্রের ঝনঝনানিতেই তো ভোট দখল করছে ওরা।

বুথ দখল করছে ওরা। ভোট হোক সেটা ওরা চায়না। এরা গণতন্ত্রের বিরোধী। প্রতি পাঁচ বছর অন্তর গণতান্ত্রিক নিয়ম মেনে ভোট করতে হবে এই দাবি আমরা তুলেছি। হাওড়াতে ভোট হয়নি। বালিতেও ভোট হয়নি। এরা ভোট করতে দিচ্ছে না। তাই আনাদের দাবি ভোট করতে হবে। মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে।’ আনিস কান্ডের বিষয়ে মহঃ সেলিম বলেন, ‘আনিস আর জাস্টিস পাবেনা। কিন্তু আনিসকে যারা খুন করেছে তাদের যেন শাস্তি হয় বিচার হয় সেটাই সবাই চায়। কিন্তু তৃণমূল খুনির পক্ষে খুনের পক্ষে। অথচ সরকার হয় এই খুন জখমকে বন্ধ করার জন্যে।’ উল্লেখ্য, পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, আনিস হত্যাকাণ্ডের উপযুক্ত তদন্তের দাবিতে, এসএসসিতে দুর্নীতির প্রতিবাদে, অবিলম্বে হাওড়া ও বালির পৌরভোটের দাবিতে এবং বেকারদের চাকরি ও কর্মসংস্থানের দাবিতে রবিবার হাওড়ায় সিপিআইএম হাওড়া জেলা কমিটির ডাকে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহঃ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।