এই মুহূর্তে জেলা

স্থায়ী চাকরির দাবিতে হাওড়া পুরসভায় সাফাই বিভাগের কর্মীদের বিক্ষোভ।

হাওড়া, ২৭ মে:- স্থায়ী চাকরির দাবিতে এবং বেতন বৃদ্ধি সহ ৬০ বছর পর্যন্ত চাকরির দাবি নিয়ে শুক্রবার দুপুরে হাওড়া পুরসভায় কমিশনারের অফিসের সামনে ঘেরাও করেন কয়েক হাজার সাফাই কর্মী। তাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সাফাইয়ের কাজে যুক্ত থাকলেও তাদের কোনওরকম সুযোগ-সুবিধা নেই। তাদের বেতন কম। বারবার বলা সত্বেও তাদের বেতন বৃদ্ধি করা হয়নি।

তার পাশাপাশি তাদের দাবি তাদের কাজের স্থায়ীকরণ করতে হবে। সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে। পুরসভার তরফ থেকে তাদের জানানো হয় আগামী ১০ জুনের মধ্যে তাদের বিষয়ে আলোচনা করে পুরসভা তাদের সিদ্ধান্তের কথা জানাবে। আন্দোলনকারীরা জানান, ১০ তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তাতেও যদি তাদের কোনও সুরাহা না হয় এবং দাবি মানা না হয় তাহলে তারা সাফাইয়ের কাজ বন্ধ করে দেবেন।