হাওড়া, ১৫ মে:- হাওড়ার ডোমজুড়ে শ্যুট আউটের ঘটনায় এলাকায় উত্তেজনা। খুন তাপস গোলুই নামের এক ব্যক্তি। রবিবার সকালে গুলি করে তাঁকে খুন করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটি বাইক। খুন হওয়া ব্যক্তি সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার তাপসবাবু বাজার করতে বেরিয়েছিল বাড়ি থেকে। স্কুটি নিয়ে মূল রাস্তায় উঠতেই গুলি চলে।
পুলিশের প্রাথমিক অনুমান বিপক্ষ গোষ্ঠীই গুলি চালিয়েছে তাপসকে লক্ষ্য করে। এলাকায় তিনি কাক তাপস নামে পরিচিত ছিলেন। এদিন সকালে কয়েক রাউন্ড গুলি চালিয়ে চলে যায় দুষ্কৃতীরা। একটি বুলেট তাপসের মাথায় লাগে। বাকি তিনটি শরীর ভেদ করে। ঘটনাস্থলে রয়েছে ডোমজুড় থানা পুলিশ। কে বা কারা গুলি চালাল তাদের খোঁজ চলছে। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। এখনও পর্যন্ত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।