হাওড়া, ১২ মে:- দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা। বুধবার রাতে কলকাতার দিক থেকে হাওড়ায় আসার সময় দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রেলার দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডার ভেঙে গার্ডওয়ালে ধাক্কা মেরে ঝুলতে থাকে গাড়িটি। ড্রাইভার পলাতক। ট্রাফিক পুলিশ রয়েছে ঘটনাস্থলে। এদিন দ্বিতীয় হুগলি সেতুর উপর বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়ে ওই গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রেলার। কলকাতা থেকে হাওড়া আসার পথে ব্রিজ থেকে নামার সময় টোলপ্লাজার আগে নিয়ন্ত্রণ হারিয়ে
গ্যাস বোঝাই ট্রেলারটি গার্ডওয়ালে ধাক্কা মারে। রেলিং ভেঙে লরির সামনের অংশ ঝুলতে থাকে উপর থেকে। রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা হাওয়ায় বড়োসড়ো দুর্ঘটনা থেকে বেঁচে যায়। ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া ও কলকাতা পুলিশ। ঘটনাস্থলে নিয়ে আসা হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের। গ্যাস কাটার দিয়ে রেলিং কেটে গাড়িটিকে সরানো হচ্ছে। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় কলকাতা থেকে হাওড়া আসার লেনে।