এই মুহূর্তে জেলা

স্বামীর মৃত্যুর তিন দিনের মাথায় স্ত্রী ও মেয়ে ‘আত্মঘাতী’।

হাওড়া, ৩০ এপ্রিল:- হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জে বন্ধ ঘর থেকে উদ্ধার হলো মা এবং মেয়ের পচা গলা দেহ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পোদরা সরকার পাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মা এবং মেয়ে দুজনে আত্মহত্যা করেছেন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীনে পোদরা সরকার পাড়ার বাসিন্দা বিমলেন্দু মিত্র (৭২), স্ত্রী সোমা মিত্র(৬৫) এবং অবিবাহিত মেয়ে অমৃতা মিত্রকে(৩৬) নিয়ে থাকতেন। এরা প্রতিবেশীদের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না।

বিমলেন্দুবাবু নিজে কিডনির অসুখে ভুগছিলেন। মেয়ে এবং স্ত্রী তাকে দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করতে নিয়ে যেতেন। মাত্র তিনদিন আগেই গত ২৬ এপ্রিল বিমলেন্দুবাবু মারা যান। সেদিনই স্ত্রী এবং মেয়েকে শেষবারের মতো দেখেছিলেন এলাকার বাসিন্দারা। গত তিনদিন বাড়ির দরজা-জানালা বন্ধ ছিল। শুক্রবার বিকালের পর ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। তখনই প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ দরজা ভেঙে দেখে একটা ঘরের বিছানায় স্ত্রী সোমা মিত্র পড়ে রয়েছে। তার পাশে রয়েছে তার স্বামীর ডেথ সার্টিফিকেট। পাশের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলছে মেয়ে অমৃতা মিত্র। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গৃহকর্তার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মা এবং মেয়ে দুজনেই আত্মহত্যা করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের পদস্থ কর্তারা। পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।