এই মুহূর্তে কলকাতা

বদলি করা হলো রাজ্যে স্বাস্থ্য অধিকর্তাকে।

কলকাতা, ২৮ এপ্রিল:- বদলি করা হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীকে। তাঁর জায়গায় নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী।করোনা অতিমারি কালে বিগত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন অজয় চক্রবর্তী। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিকর্তা বদলির বিষয়টি জানানো হয়।

অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে তাঁকে শিলিগুড়ির উত্তরকন্যায় নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য অধিকর্তার পাশাপশি স্বাস্থ্য দফতরের নিয়োগ বোর্ডেও রদবদল করা হয়েছে। জানা গিয়েছে, বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়। স্বাস্থ্য নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য পদেও রদবদল করা হয়েছে।