কলকাতা, ৩ এপ্রিল:- সারা দেশের মধ্যে এ রাজ্যে এবার সর্বাধিক জমিতে বোরো ধান এবং তৈলবীজ এর চাষ হচ্ছে। সারাদেশে গ্রীষ্মকালীন ফসলের চাষের হার কমলেও এ রাজ্যে উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে আরও বেশি জমিকে বোরো চাষের আওতায় আনা গিয়েছে বলে রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের ৯.২৭ লক্ষ হেক্টর জমিতে বোরো ধানের বীজ বোনা হয়েছিল। ধান উৎপাদনের সময়ও এসে গিয়েছে। বাকি তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, গুজরাত, কেরল সহ কয়েকটি রাজ্যে এই চাষ হচ্ছে। উল্লেখ্য, খরিফ এবং রবি মরসুমের মাঝে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে গ্রীষ্মকালীন চাষ হয়। ফসল তোলা হয় এপ্রিল-মে মাসে।
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গতবারের চেয়ে গোটা দেশের নিরিখে কম জমিতে চাষ হচ্ছে। গতবার যেখানে ২৯.৮৮ লক্ষ হেক্টর জমিতে চাষ হয়েছিল, এবার তা হচ্ছে ২৭.৮৯ লক্ষ হেক্টরে। অর্থাৎ প্রায় দু’লক্ষ হেক্টর কম জমিতে। গ্রীষ্মকালীন বাকি ফসলের ক্ষেত্রে সার্বিকভাবে গতবারের চেয়ে বেশি এলাকায় চাষ হচ্ছে। ডালের এলাকা গতবারের চেয়ে বেড়েছে ২.৫৮ লক্ষ হেক্টর। তৈলবীজ হচ্ছে ০.৪১ লক্ষ হেক্টর বেশি জমিতে। দানাশস্যের ক্ষেত্রেও বেড়েছে এলাকা। গতবারের চেয়ে এবার গ্রীষ্মকালীন চাষের এলাকা এক্ষেত্রে ২.৭৬ লক্ষ হেক্টর বেড়েছে। ফলে ফসল উঠলে ডাল এবং ভোজ্য তেলের দাম কমতে পারে বলেই আশা করছে কেন্দ্র। ডালের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ০.৭৬ লক্ষ হেক্টর, দানাশস্যে ১.৩৭ লক্ষ হেক্টর এবং তৈলবীজের ক্ষেত্রে ২.১৬ লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে।