এই মুহূর্তে কলকাতা

রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটকে মজবুত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ২৯ মার্চ:- দেশের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তার আগে বিজেপি বিরোধী জোটকে মজবুত করতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য এপ্রিল মাসেই দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর।তার আগেই বিজেপি বিরোধিতার সলতে পাকাতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের ইস্যুতে বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতা ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ সিবি আই ইডির মত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে দেশের গণতন্ত্রের উপরে সরাসরি আঘাত হানছে কেন্দ্র। এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়াই করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। মঙ্গলবার বিজেপি বিরোধী নেতা ও মুখ্যমন্ত্রীদের পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘বিজেপি দেশের সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপরে সরাসরি আঘাত হানছে। ইডি, সিবিআই, সিভিসি, আয়কর দফতর প্রভৃতির মাধ্যমে দেশজুড়ে বিরোধী নেতাদের হেনস্থা করতে, কোনঠাসা করতে চেষ্টা করছে।

সংসদে সাম্প্রতিককালে শেষ হওয়া শীতকালীন অধিবেশনে তাঁরা গায়ের জোরে দিল্লি পুলিশ আর সিভিসি নিয়ে অ্যামেন্ডেন্ট পাশ করিয়েছে। এর ফলে ইডি ও সিবিআইয়ের শীর্ষ কর্তাদের কার্যকালের মেয়াদ কেন্দ্র একক ভাবেই আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দিতে পারবে যা সুপ্রিম কোর্টের এই সম্পর্কিত শেষ নির্দেশের চূড়ান্ত বিরোধী। বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে তাই আমার আবেদন, নিজেদের সময়-সুযোগমতো একসঙ্গে বসে আলোচনা করি এবং এর বিরোধিতায় সরব হই।’ এদিনের চিঠিতে নেত্রীর আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় ভোটের আগেই কেন্দ্রীয় সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পায়। আয়কর সংস্থা, ভিজিল্যান্স কমিশনকে দিয়ে হুঁশিয়ারি দেওয়ানো হয়। গণতন্ত্রকে বাঁচাতে এসবের বিরোধিতায় সরব হওয়া প্রয়োজন সকলের। এবং তার জন্য বিজেপি বিরোধী দলগুলির সকলের এক ছাতার নিচে আসা দরকার। সেই কারণেই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে ও বিজেপি বিরোধী নেতাদের উদ্দেশ্যে তিনি এই চিঠি লিখেছেন।