এই মুহূর্তে জেলা

রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক , সর্বস্ব ছিনতাই যুবকের।

হুগলি, ২৯ মার্চ:- রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক,চলন্ত ট্রেনেই সর্বস্ব ছিনতাই যুবকের। ছিনতাইবাজকে ধরতে গিয়ে গুরুতর আহত যুবক।আহত যুবকের নাম বিকাশ সাউ। কোন্নগর কানাইপুর অটোস্ট্যান্ডের বাসিন্দা বিকাশ সাউ চন্দননগর এর একটি বেসরকারি আউটলেট এ কর্মরত।গতকাল রাত ১০টার সময় চন্দননগর থেকে বাড়ি ফেরার জন্য ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে। এরপর ট্রেন শ্রীরামপুর স্টেশনে পৌঁছালে ট্রেনের কামরা ফাঁকা থাকার সুযোগে এক যুবক চড়াও হয় বিকাশের উপর,ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন।বিকাশ ছিনতাইকারিকে ধরতে গেলে চলন্ত ট্রেন থেকে শ্রীরামপুর স্টেশনে পরে যায় বিকাশ। সেখানে কর্মরত রেল পুলিশরা থাকলেও সেই ঘটনা দেখার পরে বা

পুলিশকে সাহায্যের জন্য ডাকা হলেও রেল পুলিশ কোনো সাহায্য করেনি বলে অভিযোগ আহত বিকাশের। এরপর স্টেশনের অন্যান্য যাত্রীরা বিকাশের বাড়িতে খবর দিলে বিকাশের বাড়ির লোক গিয়ে বিকাশকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান। গতকাল রাতের এই ঘটনা আবার রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলো।আর রেল পুলিশরা শ্রীরামপুর স্টেশনে থাকলেও এই ঘটনা দেখার পর কেনো অভিযুক্ত যুবককে ধরার চেষ্টা করলেনা বা আহত বিকাশের সাহায্যে এগিয়ে এলোনা সেটাও বড় প্রশ্ন।এই ঘটনার পর রাতে ট্রেনে কিভাবে কর্মক্ষেত্র থেকে সকলে সুরক্ষিত ভাবে বাড়ি ফিরবে সেই প্রশ্ন তুলেছে বিকাশের বাড়ির লোক।