এই মুহূর্তে জেলা

তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধোর বাঁকড়ায়।

বাঁকড়া, ১৫ মার্চ:- বাঁকড়ায় টোটো নিয়ে গন্ডগোল। অভিযোগ, তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধর করা হয়। যদিও পুলিশের দাবি, রাস্তা জ্যাম করে টোটো চালানো নিয়ে দু’পক্ষের বচসা থেকেই মারপিট। পুলিশ জানিয়েছে, রাস্তা জ্যাম করে টোটো চালানোর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু’পক্ষ বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মিশ্র পাড়ায় ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা জ্যাম করে টোটো চালানোর প্রতিবাদ করেন এক ব্যক্তি। এই নিয়ে প্রথমে টোটো চালকের সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। এরপর দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। লোকজনের ভিড় জমে যায় সেখানে। এরপর উভয়পক্ষই বাঁকড়া পুলিশ ফাঁড়িতে এসে মৌখিকভাবে বিষয়টি জানান। আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পুলিশের দাবি, দুপুর পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ায় এক টোটো চালকের কাছে ৫০০ টাকা তোলা চাওয়া হলে সেই টাকা তিনি দিতে অস্বীকার করায় ওই টোটো চালককে মারধরের অভিযোগ উঠলো স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। জখম অবস্থায় ওই টোটো চালককে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়া মিশ্রপাড়ায় পেয়াদাপাড়া মোড়ে। তিনি বাঁকড়া থেকে হাওড়া ময়দান রুটে টোটো চালান। ওই টোটো চালকের অভিযোগ, টোটো স্ট্যান্ডের কাছেই বাঁকড়া পেয়াদাপাড়া মোড়ে তিনি যখন যাত্রী নিয়ে যাচ্ছিলেন তখনই স্থানীয় কিছু যুবক তাঁর পথ আটকে টাকা চায়। সেই টাকা তিনি দিতে অস্বীকার করেন। এরপরেই যুবকরা তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে। খবর পেয়ে সেখানে ছুটে যান টোটো চালকের দাদা। তিনিই যুবকদের হাত থেকে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে, পুলিশ জানিয়েছে, রাস্তা জ্যাম করে টোটো চালানোর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ওই ঘটনা ঘটে। দু’পক্ষ বচসা থেকে মারপিটে জড়িয়ে পড়ে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।