হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- রিষড়ার নতুন গ্রামের বাসিন্দা শ্রীতমা মৌলিক টারনোপিল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তে পঞ্চম বর্ষের ছাত্রী। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৮০০ কিলোমিটার দূরে পশ্চিম ইউক্রেনে রয়েছেন শ্রীতমা। সেখান থেকে ভিডিও কলে জানান উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে। আজ বাড়ি ফেরার কথা ছিল বলে জানান তার পরিবার। প্লেনের টিকিট কাটা হয়ে গেছিল তারই মধ্যে রাশিয়া-ইউক্রেন আক্রমণ করে ফলে সমস্ত বিমান চলাচল বন্ধ।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ রোমানিয়া হয়ে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে মা জানিয়েছেন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে রিষড়ায় শ্রীতমার পরিবার। বাবা প্রশান্ত মৌলিক জানান প্রাণহানির দুশ্চিন্তা থেকে ও এখন বড় চিন্তা ওখানে এটিএম বন্ধ থাকার কারণে মেয়ের হাতে কোনো টাকা নেই। আর আমরাও টাকা পাঠাতেও সমস্যা রয়েছে। ফলে মেয়েয় হাতে টাকা প্রায় নেই বলে জানিয়েছেন বাবা। আমরা চাইছি তাড়াতাড়ি ঘরের মেয়ে ঘরে ফিরুক।