হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- ছাত্রনেতা আনিসুরের রহস্যমৃত্যুর কাণ্ডে উত্তাল হাওড়া আমতা। ছাত্র যুব নেতার মৃত্যুর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও অধরা দোষীরা। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় আমতা থানায় বিক্ষোভ দেখালেন যুব ছাত্র সংগঠনের সদস্যরা। এখনো দোষীদের গ্রেফতার করতে করতে না পারায় প্রশ্ন পরিবারের।
এদিন ঘটনাস্থলে আসেন ফরেনসিক দলের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তারা পুনর্নির্মাণ করেন। তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ আনিসের বাড়িতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় মানুষজন পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন। সিবিআই তদন্তের দাবি মৃত আনিসের পরিবারের। এদিন আনিসের বাড়িতে যান কৌশিক সেন বোলান গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিদ্যজনের একটি টিম।









