হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আগামী আগামী ২৩শে ফেব্রুয়ারি বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে ১ জানুয়ারি বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরবর্তীকালে কোভিডের তৃতীয় ঢেউ এবং ওমিক্রন আছড়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মঠ। প্রথমে ঠিক ছিল নতুন ইংরেজি বছরের প্রথম চারদিনই শুধু বন্ধ থাকবে মঠ। কিন্তু পরবর্তীকালে সরকারের কোভিড নির্দেশিকা মেনে ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মঠ।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত রকম কোভিড বিধি মেনে ভক্তদের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১১ টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি করা গেলেও আরতি দেখা যাবে না বা কোনও প্রসাদের ব্যবস্থা থাকছে না। ভক্ত এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে মাস্ক পরে, এবং দূরত্ব বিধি মেনে চলতে হবে। শুধুমাত্র আগামী ৪ঠা মার্চ শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে। তবে, আগামী ১৩ মার্চ শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মমহোৎসবের দিন রবিবার কোভিডের কারণে কোনও অনুষ্ঠান থাকছে না। ওইদিন মঠ বন্ধ থাকবে।