হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- হাওড়াতেও খুলেছে প্রাথমিক স্কুল। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বুধবার সকাল থেকে খুললো রাজ্যের সব প্রাথমিক স্কুল। হাওড়াতে আজ সকাল থেকে সমস্ত প্রাথমিক স্কুল খুলেছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরা। দীর্ঘদিন কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার পর আজকে স্কুল খোলা ছাত্র-ছাত্রীরাও বেশ খুশি এবং তারা স্কুলে আসতে পেরে বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে এবং পড়াশোনার সেই পরিবেশ ফিরে আসায় খুশি।