এই মুহূর্তে জেলা

বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

সুদীপ দাস, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ চন্দননগর পুরনিগমের ৬নম্বর ওয়ার্ডে। ঘটনায় তৃণমূল-বিজেপি-সিপিএম এবং নির্দলের মহিলা প্রার্থীদের মধ্যে চরম বচসা। তবে হাতাহাতি শুরু হওয়ার আগেই পুলিশ এসে পরিসংথিতি নিয়ন্ত্রনে আনে। তৃণমূলের বিরুদ্ধে তিন বিরোধী মহিলা প্রার্থী বুথ জ্যাম করার অভিযোগ তোলে। এরপরই শুরু হয় চরম বচসা।

তৃণমূলের মহিলা প্রার্থীকে ঘিরে ধরেন বিরোধী তিন মহিলা প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের সামনে ভিড় জমে যায় সাধারন মানুষের। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের কুইস রেসপন্স টিম। এরপর লাঠি উচিয়ে এলাকা ফাঁকা করে পুলিশ। মহিলা পুলিশ এসে প্রার্থীদের একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়। বিরোধী তিন মহিলা প্রার্থীদের অভিযোগ তৃণমূলের প্রার্থী বহিরাগতদের এনে বুথ জ্যাম করে ভোটারদের প্রভাবিত করছিলো। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তৃণমূল প্রার্থী।