কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্যের ১০৮ পুরসভার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এক যৌথ সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রমুখ আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষনা করেন। পার্থবাবু জানান, এবার পুরভোটে বিধায়কদের প্রার্থী করা হয়নি।নতুনরা যাতে সুযোগ পান এবং একজন যাতে একাধিক দায়িত্বে না থাকেন সেই চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃণমূলের মহাসচিব আরও জানান, এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রশ্নে আরও একটি বিষয় লক্ষ্য রাখা হয়েছে। একই পরিবারের যেন অনেকে না প্রার্থী হন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনেক পুরনো কাউন্সিলর টিকিট পেয়েছেন। আবার বহু আসনে নতুন মুখ আনা হয়েছে। নবীন, প্রবীণের ভারসাম্য রক্ষা করেই এই প্রার্থী তালিকায় দলনেত্রী মমতা ব্যানার্জি সিলমোহর দিয়েছেন।