এই মুহূর্তে জেলা

ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনে ভয়াবহ আগুন আরামবাগে।

আরামবাগ, ২৫ জানুয়ারি:- ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনে হঠাৎ রাতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাত্রি দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের গৌরহাটি দুই নম্বর অঞ্চলের ডোঙ্গলমোড় এলাকায়।এদিন রাত্রি দুটো নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা যায়। রাত্রি দুটো থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বিভাগের ৩টি ইঞ্জিন, সকাল ন’টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও উঠছে ধোঁয়া। দমকল সুত্রে জানা গেছে, তারকেশ্বর থেকে ও আরামবাগ দমকল বাহিনী থেকে তিনটি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে।

এই বিষয়ে আরামবাগের দমকল বাহিনীর আধিকারিক পবিত্র নন্দী জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে শটসার্কিট থেকেই আগুন লেগেছে।গোডাউনের পিছন দিক থেকে আগুন লাগে। গোডাউনের মধ্যে ইলেকট্রিকের সরঞ্জাম ও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।সকালের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে।সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় মানুষ শুনিল কুন্ডু জানান রাত্রি দুটো আড়াই টা নাগাদ হই হই শব্দ শুনে বাইরে বেড়িয়ে দেখি ইলেকট্রিক গোডাউনে আগুন লেগেছে। কি কারনে আগুন লাগলো বুঝতে পারা যায়নি।ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে দমকলের কর্মীরা আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।