হুগলি, ১২ জানুয়ারি:- দফায় দফায় উতপ্ত হয়ে উঠলো আরামবাগ। এক টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর। টায়ার জ্বালিয়ে সন্ধ্যা থেকে অবরোধ হাসপাতাল মোড়ে। অবশেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তোলে। এই ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। চারিদিকে পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দোষীর শাস্তির দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আরামবাগের টোটোচালকরা। টায়ার জ্বলতে থাকায় আরামবাগ কলকাতার লিঙ্ক রোড অবরুদ্ধ হয়ে হয়ে পড়ে। পুলিশ রাস্তা ফাঁকা করতে তৎপর হয়ে ওঠে।
অবশেষে আরামবাগ থানার আইসি বরুন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অবরোধ তোলে। চলে দোকানে দোকানে তল্লাশী। প্রসঙ্গত উল্লেখ্য টোটো চালককে মারধরে অভিযোগের তীর খোদ আরামবাগ মহকুমা আদালতে এক বিচারপতির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। গুরুতর টোটো চালকের নাম সৌরভ হোসেন (সেখ সেলিম)। স্থানীয় সুত্রে জানা গেছে, আরামবাগ মহকুমা আদালতের একজন বিচারপতির নিরাপত্তারক্ষী তাপস নায়েক এবং গাড়ির ড্রাইভার অসিত ঘোষ এই মারধরের ঘটনার সঙ্গে যুক্ত। এই বিষয়ে আহত টোটো চালকের স্ত্রী আরামবাগ থানায় লিখিত একটা অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতেই অবরোধ চলে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে।