এই মুহূর্তে কলকাতা

এখনও পর্যন্ত রাজ্যে ৪০৩ টি কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে।

কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যজুড়ে কোভিডের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ৪০৩টি কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে। এরমধ্যে ২৬৭ টি কনটেনমেন্ট জোন এবং ১৩৬ টি মাইক্রো কনটেন্টমেন্ট জোন বলে স্বাস্থ্য দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ২৯২০ জন সংক্রমিত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই জন্য ১৯৪ টি কোভিড হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। যেখানে সাধারন শয্যা রয়েছে ৩২ হাজার ২৬৮টি। এছাড়াও সিসিইউ এবং এইচ ডি ইউ শয্যা রয়েছে ৪ হাজার ১৮০টি। পনেরো থেকে আঠারো বছর বয়সী চার লক্ষ ৫৬ হাজার ১৩৮ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।