এই মুহূর্তে জেলা

আরামবাগে মাক্স ছাড়া বেরোলেই কড়া দাওয়াই প্রশাসনের।

আরামবাগ, ৪ জানুয়ারি:- এবার করোনা সচেতনতা অভিযানে পথে নামলো আরামবাগ প্রশাসন। বছরের শুরুতেই মাথা চারা দিয়ে উঠেছে করোনা। দেশে থাবা বসিয়েছে ওমিক্রন। চিন্তিত বিশেষজ্ঞরা। রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক বিষয়ের ওপরে নিষেধাজ্ঞা জারি কড়া হয়েছে। ইতিমধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্যে জারি করা হয়েছে নাইট কারফিউ। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় দরকার ছাড়া কোনো ভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। মাস্ক ব্যবহার করতে হবে|

মাস্ক ছাড়া বাইরে বেরোলে চলছে পুলিশের ধরপাকড়। কান ধরে ওটবস। কড়া দাওয়াই প্রশাসনের। এত বিধিনিষেধের পরেও কিছু মানুষ এখনও উদাসীন। অনেকেই বাইরে বেরিয়ে পড়ছে মাস্ক ছাড়া। আজ সেই সব অসচেতন মানুষদের সচেতন করতে পথে নামলো আরামবাগ প্রশাসন। এদিন যাদের মাস্ক ছিল না তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করা হয় এবং মাস্ক পড়ার কথা বলা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।