কলকাতা, ৪ জানুয়ারি:- এবার থেকে সপ্তাহে দুদিনের পরিবর্তে তিনদিন দিল্লি ও মুম্বাই থেকে কলকাতার মধ্যে সরাসরি বিমান চলাচল করবে। প্রতি সপ্তাহের সোম বুধ ও শুক্রবারে এই দুই শহর থেকে কলকাতায় বিমান ওঠানামা করবে। বুধবার থেকেই এই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব কে চিঠি দিয়ে জানিয়েছেন।
উল্লেখ্য রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকার দিল্লি এবং মুম্বই থেকে রাজ্যে বিমান চলাচলে বিধিনিষেধ জারি করে। সপ্তাহে দু’দিন সোমবার এবং শুক্রবার এই দুই শহর থেকে কলকাতার মধ্যে বিমান ওঠানামা করবে বলে জানানো হয়।