এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকার প্রকল্পের সৌজন্যে রাজ্যের মাথায় উঠল শ্রেষ্ঠত্বের মুকুট।

কলকাতা, ৩ জানুয়ারি:- সরকারি প্রকল্প রূপায়নে বাংলা আবার ভারত সেরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সৌজন্যে রাজ্যের মাথায় উঠল শ্রেষ্ঠত্বের মুকুট। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই-এর তরফে রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’-কে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত করা হল। মানুষের দরজায় সরকারি পরিষেবাকে পৌঁছে দেওয়ার এই অভিনব কর্মসূচীকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান প্রদান করতা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই স্বীকৃতি বিরোধীদের মুখে আরও একবার ঝামা ঘষে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার বুকে চালু হওয়া এই কর্মসূচীর মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলায় জেলায়, ব্লকে ব্লকে, শহরে শহরে ক্যাম্প করে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন নেওয়া ও তাঁদের সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচীর মাধ্যমেই স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির পরিষবা প্রদান করা হয়।

কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই হল দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি। তাঁরাই বাংলার এই কর্মসূচীকে দেশের সেরা হিসাবে তুলে ধরলেন। মূলত রাজ্যের বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের সব প্রকল্প পৌঁছে দিতেই ২০২০ সালে এই কর্মসূচী চালু করেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচী নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে সারা রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেখানে রাজ্যবাসী স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী ও লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির জন্য আবেদন জানানোর পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতোও প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। বার্ধক্য ভাতার জন্যও এখান থেকে আবেদন করা যায়। সেই কর্মসূচীই এবার দেশের মধ্যে সেরা হিসাবে উঠে এল।