আরামবাগ, ৩১ ডিসেম্বর:- গচলছে আরামবাগ উৎসব। স্থানীয় শিল্পী থেকে শুরু করে শহর কলকাতা এমনকি ভিন রাজ্য থেকেও শিল্পীরা এসে তাদের গানের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিচ্ছেন। এর মাঝেই এদিন আরামবাগ উৎসবের মঞ্চ থেকে আরামবাগ পৌরসভার উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সার তৈরি কাজের উদ্বোধন হয়ে গেলো। উদ্বোধন করেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী। ওই জৈব সারের নাম “আরামবাগ জৈব সার”। আরামবাগ উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন করেন তিনি। জানা গেছে এই সারের মূল্য নাকি ১০ টাকা কেজি।
এদিন স্বপন কুমার নন্দী সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সার তৈরী ও ব্যবহারের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। তিনি জানান আরামবাগ পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা নিয়ে আসা হয়। পরে আবর্জনা বাছাই করে প্রয়োজনীয় আবর্জনা নিয়ে সার তৈরী হয়। পাশাপাশি তিনি আরও বলেন “আরামবাগ জৈব সার” সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরী এবং সব ফসলের উপযোগী। এই সার ব্যবহার করলে ফসলের বাড়তি কোনো ক্ষতি হয় না।