মহেশ্বর চক্রবর্তী, ৩১ ডিসেম্বর:- ভারতবর্ষ হলো মনিঋষিদের দেশ। সেই প্রাচীন কাল থেকেই এই ঐতিহ্য চলে আসছে।ভারতের অন্যতম তীর্থস্থান হলো গঙ্গাসাগর। সারা দেশ তথা বিশ্বের বহু মানুষ এই গঙ্গা সাগরমেলায় আসেন। এখন থেকেই এই তীর্থস্থান দর্শনের জন্য এবং পৌষসংক্রান্তিতে পুর্নস্নানের জন্য পুর্নার্থীদের ভিন রাজ্য থেকে যেতে দেখা যাচ্ছে। এই রখম এক দৃশ্য দেখা গেলো হুগলি জেলার খানাকুলে। মা দুর্গার রথ নিয়ে পায়ে হেঁটে গঙ্গা সাগরের দিকে রওয়া দিয়েছেন একদল সাধুজন। এরা সকলেই ভিন্ন রাজ্য, মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে পায়ে হেঁটে গঙ্গা সাগরের যাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের ধর্মপত্নী তথা বিশ্বজননী মা দুর্গার রথ নিয়ে চলেছেন।
মা দুর্গার ভজন সংগীত পরিবেশন করার সাথে সাথে মা দুর্গার রথ নিয়ে হুগলি জেলার ওপর দিয়ে নদীবাঁধ ধরে তারা চলেছেন মা গঙ্গার দর্শনে গঙ্গাসাগরে। এদিন হুগলির খানাকুলে মধ্যপ্রদেশ থেকে আগত শীতল প্রসাদ বলেন, পায়ে হেঁটে মা দুর্গার রথ নিয়ে গঙ্গা সাগর যাচ্ছি। যতদিনই সময় লাগুক না কেন আমরা মা গঙ্গার পুর্নভুমিতে যাবোই। অন্যদিকে গোপী দাস নামে আর এক সাধু জানান, মা দুর্গার রথ নিয়ে কপিল মুনির আশ্রমে চলেছি।পথে মন্দিরে রাত কাটাই। এলাকার মানুষ খাবার দিলে খাই। না দিলেও কোনও অসুবিধা নেই। মা দুর্গার আশীর্বাদে গঙ্গা মার চরনে পৌঁছে যাবো।