হুগলি, ৩১ ডিসেম্বর:- চন্দননগর পৌরনিগমের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলীয় কোন্দল প্রকাশ্যে। গতকাল রাতে পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হিসাবে মৌমিতা ব্যানার্জীর নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা ওয়ার্ডের পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখায়।
শেষবার ২০১৫ সালে এই ওয়ার্ড থেকে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন অপর্না গায়েন। চন্দননগর পৌরনিগমের নির্বাচনে তৃণমূল গতকাল রাতে প্রার্থী তালিকা ঘোষনা করে। যেখানে বহু নতুন মুখ রয়েছে। ৬নম্বর ওয়ার্ডেও পুরনো প্রার্থীকে বাদ দিয়ে নতুনের উপর ভরসা রেখেছে দল। এরপরই শুরু হয় দলীয় কর্মীদের বিক্ষোভ। যদিও এ বিষয়ে মৌমিতা ব্যানার্জীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।