এই মুহূর্তে জেলা

হাওড়ায় এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে আটক ঝাড়খন্ডের এক ব্যক্তি।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ায় এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে আটক ঝাড়খন্ডের এক ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ।বৃহস্পতিবার ভোররাতে ব্যাঁটরা থানার অন্তর্গত বেনারস রোডের বেলগাছিয়া অঞ্চলে একটি বেসরকারি সংস্থার এটিএম ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ। ব্যাঁটরা থানা সূত্রের খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ রাস্তায় টহলদারি চলার সময় পুলিশ ওই এটিএমের উপরের স্ক্রিন ভাঙা অবস্থায় দেখতে পান। আটক ব্যক্তির দাবি তিনি এটিএমে টাকা তুলতে ঢুকেছিলেন।

ওই এটিএমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। টাকাপয়সা কিছু লুট না হলেও এটিএমের উপরের স্ক্রিন খোলা হয়েছে কেন তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিন ভোররাতে পুলিশের টহলদারি চলার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। পুলিশ তাকে আটক করে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানার পুলিশ। বেশ কয়েক মাস আগে এই এটিএম থেকে প্রায় পাঁচশ মিটার দূরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার ঘটনা ঘটেছিল। এর পাশাপাশি চলতি মাসের প্রথম সপ্তাহে ডোমজুড় থানা এলাকাতেও এটিএম ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে।