কলকাতা, ২৬ ডিসেম্বর:- চলতি বছর অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যে। শুধু তাই নয় অকাল বৃষ্টিতে রবিশস্যের বপন পিছিয়ে গিয়েছে চলতি মরশুমে। এমত অবস্থায় প্রকৃতির খামখেয়ালে ক্ষতিগ্রস্ত রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। আরও বেশিসংখ্যক কৃষক যাতে তাঁদের কষ্টার্জিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পান সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হল। চলতি মরশুমে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনের মেয়াদ বাড়ানর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১৫ জানুয়ারি
পর্যন্ত ওই প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন জানানো যাবে বলে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন। আলু সহ বিভিন্ন ফসলের জন্য এই প্রকল্পের আওতায় বীমার আবেদন করা যাবে। গত মরশুমে ৫৬ লক্ষ কৃষক বাংলা শস্যবিমা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছিল।রাজ্যে এখনও পর্যন্ত রবি এবং বোরো মরশুমে বাংলা শস্যবিমা করানোর জন্য প্রায় কুড়ি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে আলু চাষের সংখ্যা প্রায় ২ লক্ষ, আলু ৭ ফসল গম, ছোলা, খেসারি, মুসুর, সর্ষের বিমা করানোর সময় ছিল ৩১ ডিসেম্বর। তাবাংলা শস্যবিমার অন্তর্ভুক্ত করার সময় আরও ১৫ দিন বৃদ্ধি করা হল।