কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার মোট ৯৫০ প্রার্থীর মধ্যে ৭৩১ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১১৬ জন বিজেপি,১১২ কংগ্রেস,৯৭ জন বামফ্রন্ট এবং ৪০৬ জন নির্দল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট যত বৈধ ভোট পড়েছে, কোনও প্রার্থী তার ১/৬ অংশের কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
অর্থাৎ কোনও প্রার্থী যদি কোনও আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের ১/৬ অংশের কম ভোট পান তবে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় জামানত হিসেবে যে টাকা(সংসদীয় আসনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ২৫,০০০ টাকা এবং বিধানসভা আসনের জন্য ১০০০০ টাকা) জমা দিয়েছিলেন তা তিনি আর ফেরত পাবেন না।