এই মুহূর্তে জেলা

মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী বাবা।

হাওড়া, ২০ ডিসেম্বর:- মেয়ের অপারেশনের জন্য সামান্য কয়েক হাজার টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী হলেন অবসরপ্রাপ্ত এক মেস কর্মী। এর প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল হয় শিবপুর আইআইইএসটি-তে। শিবপুর আইআইইএসটি’তে গত প্রায় ১৭দিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলছিল আন্দোলন। এরই সঙ্গে অবসরপ্রাপ্ত ওই মেস কর্মীর আত্মঘাতী হওয়ার ঘটনা ঘিরে সেই আন্দোলন এদিন থেকে আরও জোরদার হলো। জানা গেছে, এক বছর আগে অবসরপ্রাপ্ত ওই মেস কর্মী রবিবার রাতে আত্মঘাতী হন। রবিবার রাতে মেয়ের চিকিৎসার জন্যে সামান্য অর্থের প্রয়োজন থাকলেও তা জোগাড় করতে পারেননি শিবপুরের কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী ধনেশ্বর নায়েক। গতকাল রাতে মেয়ের অপারেশনের জন্যে প্রায় ৩৪ হাজার টাকার প্রয়োজন ছিলো।

সেই টাকা জোগাড় করতে না পারায় মেয়ের মৃত্যু হয়। সেই শোক সহ্য করতে না পেতে ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ধনেশ্বরবাবু। সোমবার সেই খবর পাওয়ার পরেই প্রতিবাদে নামে এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে এই নিয়ে মিছিল হয়। ওই প্রতিবাদ মিছিল আইআইইএসটি’র ডিরেক্টরের বাংলো প্রদক্ষিণ করার পাশাপাশি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। গত ১৭ দিন ধরে যেসব দাবি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে ওই সংগঠন তারমধ্যে অন্যতম দাবি ছিল অবিলম্বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন চালু করা। এদিনের ঘটনার পর বিক্ষোভে উত্তাল হয় আইআইইএসটি চত্বর।