কলকাতা, ২০ ডিসেম্বর:- মঙ্গলবার কলকাতা পুরভোটের ভোট গণনা এবং ফল প্রকাশ। কড়া নিরাপত্তার মধ্যে গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ইতিমধ্যেই সব ইভিএম সিল অবস্থায় স্ট্রং রুমের মধ্যে রাখা হয়েছে। প্রত্যেক স্ট্রং রুমের বাইরে ভোটের দিন থেকেই আছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। আছে সিসিটিভি ক্যামেরা। প্রার্থীরা বা তার এজেন্ট যে কোনো সময় গিয়ে সেখান থেকে সবকিছু পরিদর্শন করে আসতে পারবেন কমিশনের নিয়ম মেনে। তবে আগামীকাল গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে গেলে বেশকিছু নিয়ম মানতে হবে সকলকেই।
১) কোভিডের জন্য নেওয়া দুটো ভ্যাক্সিন।
অথবা
২) ৪৮ ঘন্টা আগে আর টি পি সি আর টেস্ট রিপোর্ট।
৩) গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে গেলে সকলের কাছে কেবলমাত্র সাদা কাগজ আর পেন ছাড়া কিছুই রাখা যাবে না।
৪) প্রতি মূহুর্তের ফলাফল এক সেকেণ্ডের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে সরাসরি গণনা কেন্দ্র থেকে আপলোড করা হবে জেমস সফটওয়্যার এর মাধ্যমে। প্রথমে ইডি ভোট গণনা করা হবে একটি ঘরে। পাশের ঘরেই গণনা শুরু হবে ইভিএমের। তৃস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। প্রত্যেক গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে আজ থেকেই। কমিশন সূত্রে খবর বেলা ২ টোর মধ্যেই সম্পূর্ণ ফলাফল প্রকাশ হয়ে যাবে। এখন দেখার বিষয় আগামীকাল রাজ্য নির্বাচন কমিশন কতটা তৎপরতার সঙ্গে সবকিছু সম্পন্ন করতে সক্ষম হয়।প্রত্যেক গণনা কেন্দ্রেই সাতটা টেবিলে হবে গণনা। সর্বনিম্ন গণনা হবে 13 রাউন্ড এবং সর্বোচ্চ গণনা হবে 16 রাউন্ড।