এই মুহূর্তে জেলা

নির্মীয়মান বহুতলের পাঁচিল ভেঙে মৃত ১।

হাওড়া, ১৯ ডিসেম্বর:- নির্মীয়মান বহুতলের পাঁচিল ভেঙে মারা গেলেন এক ব্যক্তি। রবিবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংগস রোডে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এদিন একটি নির্মীয়মান বহুতলের পাঁচিলের একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার উপরে। সেই সময় বিল্ডিংয়ের পাশেই একটি কারখানায় রাস্তার ধারে কাজ করছিলেন শম্ভুনাথ পোদ্দার নামে বছর পঞ্চান্নের এক ব্যক্তি। তাঁর গায়ের উপর ভেঙে পড়ে বহুতলে ভাঙ্গা অংশটি।

পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। এমনকি পুরসভার নিয়ম অনুসারে বিল্ডিংয়ের কাজের সময় বিল্ডিংয়ের বাইরের অংশে জাল বা নেট লাগানো নেই। এমনকি বিল্ডিংয়ের বাইরে লাগানো নেই পুরসভার অনুমতি সংক্রান্ত কোনও নথিও।