এই মুহূর্তে জেলা

এবার ‘বাদাম বাদাম’ গান গেয়ে হাওড়ায় অশান্তি চরমে , ধারাল অস্ত্রের কোপে মারাত্মক জখম যুবক।

হাওড়া,১৮ ডিসেম্বর:- ‘বাদাম বাদাম’ গান গাওয়া ঘিরেই এবার অশান্তি হাওড়ায়। লিলুয়া থানার চকপাড়া বাজারে দিন দুপুরে যুবককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। এক যুবকের মাথায় কাঁচির কোপে আঘাত। অল্পের জন্য বেঁচে যান ওই যুবক। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় হাসপাতালে আহত যুবকের চিকিৎসা করানো হয়। স্থানীয়দের অভিযোগ এলাকায় চলছে দুষ্কৃতীরাজ। এদিন ঝামেলার সুত্রপাত হয় লিলুয়ার বেলগাছিয়ায়। সেই ঝামেলা গড়ায় চকপাড়া পর্যন্ত। সেখানেই ওই যুবককে ছুরি মারা হয়। এই দুষ্কৃতিরা প্রকাশ্য রাস্তায় অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত বলেও অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। এমনকি এদের অত্যাচারে অনেক সময়েই দোকানপাট বন্ধ করে দিতে হয় বলেও অভিযোগ। এদিকে, এই ঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ।