এই মুহূর্তে জেলা

রাজা রামমোহন রায়ের ২৫০ বছর জন্মপুর্ত্তি উপলক্ষ্য বিশেষ আলোচনা সভা।

মহেশ্বর চক্রবর্তী,১৮ ডিসেম্বর:- ভারত পথিক রাজা রামমোহন রায়ের ২৫০ বছর জন্মপুর্ত্তি উপলক্ষ্য অভিনব উদ্যোগ রাধানগর রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারারাল অরগানাইজেশনের। রাজা রামমোহন রায়ের আদর্শকে ছড়িয়ে দিতে এবং বর্তমান সমাজ ব্যবস্থায় রাজা রামমোহন রায় কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরতে মহকুমার স্কুলে স্কুলে ছাত্র ছাত্রী ও গুনিজনেদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠানের উদ্যোগ নেয় তারা। আসলে বর্তমান প্রজন্মের কাছে রাজা রামমোহন রায়ের আদর্শকে পৌঁছে দিতেই উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন রাজহাটি বন্দর হাইস্কুলে রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাসবিদ ও বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ শেঠ, বুদ্ধিজীবি ও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় ঘোষাল, অনিরুদ্ধ ভট্টাচার্য, অমিত আঢ্য, অভিজিৎ নিয়োগী, সুজিত মান্না, ব্রজগোপাল চক্রবর্তী, দেবাশীষ মহাপাত্রসহ অন্যান্য গুনিজনেরা।