হাওড়া, ১৭ ডিসেম্বর:- মশলায় ভেজাল রুখতে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা অভিযান চালালো ডোমজুড়ের এক ভেজাল মশলা তৈরির কারখানায়। ডোমজুড় থানার লক্ষণপুরে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল অভিযান চালায়। কারখানার ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে শতাধিক বস্তা নকল মশলা ও মশলায় মেশানোর জন্যে রাখা কাঠের গুঁড়ো, চালের গুঁড়ো প্রভৃতি আটক করে। কলকাতার বড়বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে নকল মশলার সন্ধান পাওয়ার পরে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হাওড়ার এই মশলার কারখানার সন্ধান পান তদন্তকারীরা। এদিন কারখানায় অভিযান চালানোর পরে মালিকের সন্ধান চালানো হবে বলেও জানান তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের খাদ্য বিভাগের অফিসার ইনচার্জ, যুগলকিশোর দা জানান দু দিন আগে কলকাতার পোস্তা এলাকা থেকে এক মশলা ব্যবসায়ী রাজেশ সাউকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ডোমজুড়ের ওই মসলা কারখানার সন্ধান পায়। এরপরই আজ ওই কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানা থেকে এক শ্রমিককে আটক করা হলেও মালিক পলাতক। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক জানান এই ধরনের অভিযান আরও চালানো হবে। এর সঙ্গে আর কে বা কারা যুক্ত আছেন তা খুঁজে বার করা হবে।